যেকোনো খেলাতেই হার জিত থাকবে তাই হতাশ না হয়ে এগিয়ে যাওয়াটা শ্রেয়। বাইশ গজের মাঠে সব বাধা পেরিয়ে সাফল্য অর্জন করাটা আদতে মুখের কথা না। তবে খেলোয়াড়দের জীবন কিন্তু এমনই হয়। এবছর বিশ্বকাপে পর পর টানা ন’টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। ভারতীয় দলের প্রথম একাদশের পারফরম্যান্সে ২০ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্নে মশগুল ছিল দেশ। ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিলেন বিশ্বকাপের ট্রফি এ বার আর অন্য কোনো দেশে যাবেনা। কিন্তু আমদাবাদের নরেন
তবে সুযোগ আবার আসবে, আবার ভারত জয়ের হাসি হাসবে। ট্রফি জিততে না পারলেও এই মরসুমে গোটা দলের পারফরম্যান্স সত্যি প্রশংসনীয়। বিশ্বকাপের পর কিছুদিনের বিরতি, এবার সবার ঘরে ফেরার পালা। একরাশ মনখারাপ নিয়েই নিশ্চিন্ত আশ্রয় ক্লান্তি বিশ্রাম নেবেন রোহিত, বিরাট, রাহুলরা। কেমন বাড়িতে থাকেন ভারতের এই তাবড় তাবড় ক্রিকেটাররা (Lifestyle of Indian Cricketers)? কত দাম হতে পারে তার?
জনপ্রিয় এই ক্রিকেটাররা থাকেন বড় বড় বাড়িতে যার একঝলক অবাক করবে আপনাকে (Lifestyle of Indian Cricketers)। বছরের শুরুতেই মুম্বইয়ের আলিবাগে নতুন বাড়ি কিনলেন কোহলি দম্পতি। আলিবাগের আওয়াস গ্রামে সদ্য কেনা ২০০০ বর্গফুটের এই ভিলার দাম প্রায় ৬ কোটি টাকা। বিরাট কোহলি আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে থাকতেন মুম্বইয়ের ওরলি এলাকার ওমকার টাওয়ারে। এ বার তিনি নিলেন দ্বিতীয় বাড়ি যার ভিলায় রয়েছে ৪০০ বর্গফুটের সুইমিং পুল। ভিলার অন্দরসজ্জা সত্যি মুগ্ধ করবে আপনাকে, রয়েছে সবুজের ছোঁয়া। ভিলাটির অন্দরসজ্জা আরো চমৎকার। রাজকীয় এই ভিলার মূল্য সত্যি অবাক করে দেবে মানুষকে।