---Advertisement---

বিরোধীরা ভোটাভুটি এড়িয়ে গেলেন! NDA-র বিজয়, আবারও লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা

By IT-GROUND

Published on:

Follow Us
---Advertisement---
Google News Join Now

লোকসভায় কী হবে? বুধবার স্পিকার নির্বাচনের দিকে নজর ছিল অনেকের। তবে প্রার্থী দিলেও শেষ অবধি ভোটাভুটিতে গেলেন না বিরোধীরা। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা (Om Birla)। এদিন ধ্বনি ভোটে বিজয়ী ঘোষণা করা হয় তাঁকে।

[short-code2]

এর আগেও NDA সরকারের জমানায় স্পিকার (Lok Sabha Speaker) ছিলেন ওম। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ হিসেবেও তাঁকেই বেছে নেওয়া হয়। অন্যদিকে বিরোধী জোট INDIA-র তরফ থেকে দাঁড় করানো হয় প্রবীণ কংগ্রেস নেতা কে সুরেশকে। কয়েক দশক পর এবার ফের স্পিকার নির্বাচনের লড়াই হলেও, বিরোধীরা শেষ অবধি ভোটাভুটিতে গেল না। ধ্বনি ভোটেই জয়ী ঘোষণা করা হল NDA প্রার্থী ওমকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এদিন লোকসভার (Lok Sabha) অধিবেশন শুরু হওয়ার পর ১১টা নাগাদ BJP সাংসদ ওম বিড়লাকে অধ্যক্ষ পদে নির্বাচনের জন্য মোশন আনেন পিএম নরেন্দ্র মোদী। এদিন তিনি পুনরায় স্পিকার পদে আসীন হওয়ার পর অভিবাদন জানান প্রধানমন্ত্রী। এগিয়ে আসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদী এবং রাহুল তাঁকে স্পিকারের আসনে নিয়ে যান।

---Advertisement---