---Advertisement---

সুকন্যা সঞ্চয় নতুন সুদের হার: পিপিএফ, এসএসসি এবং সুকন্যা সঞ্চয় স্কীমের নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে! কোন পরিবর্তন হয়নি।

By Suraj Ali

Updated on:

Follow Us
---Advertisement---
Google News Join Now

দেশের প্রতিটি সচেতন নাগরিক নিজেদের এবং সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে সেভিংস করে থাকেন। অনেকে সেভিংস করে থাকেন শেয়ার মার্কেটে, অনেকে সেভিংস করেন মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে। আবার অনেকে সঞ্চয় করে থাকেন সরকারি স্বল্প সঞ্চয়ের বিভিন্ন স্কিমে (Small Savings)।

[short-code2]

স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যে সকল স্কিম রয়েছে সেগুলির সুদের হার (Small Savings New Interest Rate) তিনমাস অন্তর অন্তর ঘোষণা করা হয়। যে কারণে এই সকল প্রকল্পে লাভ অনেক বেশি পাওয়া যায় আর লাভ বেশি পাওয়ার কারণে দিন দিন এই সকল প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে। স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে যে সকল স্কিম রয়েছে সেগুলি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস টাইম ডিপোজিট ইত্যাদি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বল্প সঞ্চয়ের যে সকল স্কিম রয়েছে সেই সকল স্কিমের ক্ষেত্রে আগামী তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কত সুদ পাওয়া যাবে তা শুক্রবার কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে ঘোষণা করা হয় নতুন সুদের হার। পিপিএফ-এর ক্ষেত্রে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে ৭.১%। সঞ্চয় আমানতের ক্ষেত্রে সুদের হার রাখা হয়েছে ৪%।

---Advertisement---

Related Post