বাংলা সিরিয়ালের (Benagali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে পারমিতার (Paromita) চরিত্রে। কিছুদিন আগেই মে মাসে অভিনেতা আদৃত রায়ের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কৌশম্বি। তার ঠিক মাস খানেক যেতে না যেতেই আচমকাই নিজের মাকে হারালেন অভিনেত্রী।
আর সেই শোকে বারবার অভিনেত্রী মাতৃ বিভাগের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে একটি দীর্ঘ বার্তা লিখেছিলেন কৌশম্বি সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রীর মনের অবস্থা। মায়ের ছবিসহ মন খারাপ করা একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে মাটিতে বসে রয়েছে অভিনেত্রীর মা। তাঁর পরনে সাদা শাড়ি কালো ব্লাউজ।
এই ছবিটির পোস্ট করে আবেগপ্রবণ কৌশাম্বি লিখেছেন, ‘ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব এবার মা? কে বুঝবে আমায় তোমার মতো করে? কার কাছে আবদার করব, কার কাছে সব গল্প করব? কার সাথ ঝগড়া করব? সব করেছ সবার জন্য। নিজের জন্য কখনও ভাবনি। এবার রিটায়ার করার পর কত্ত প্ল্যান করলে। বললে টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে। কই কিছুই তো করলে না। কাউকে এক ফোঁটা সময়ও দিলে না মা।’