---Advertisement---

শাপমোচন, সাউথ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর T20 বিশ্বকাপ পেল ভারত

By Suraj Ali

Updated on:

Follow Us
---Advertisement---
Google News Join Now

13 বছরের প্রতীক্ষার অবসান! অবশেষে শাপমোচন টিম ইন্ডিয়ার, রুদ্ধশ্বাস ম্যাচে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি20 বিশ্বকাপ নিজের হাতে তুললেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে 176 রানের বড় লক্ষ্য দিলেও সাউথ আফ্রিকা প্রথম দুই উইকেট হারানোর পর নিজেদের সামলে নেয়। তৃতীয় উইকেটের পতনের পর ক্লাসেন আর ডিককের জুটি ভারতীয় বোলারদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল।

[short-code2]

তবে, হার্দিকের কামব্যাক ওভার আফ্রিকার স্বপ্নভঙ্গ করে দেয়| ক্লাসেন আউট হওয়ার পর আফ্রিকার টিম লড়লেও রানের খরা দেখা দিয়েছিল। এরপর অর্শদীপ এবং বুমরার দুর্দান্ত বোলিং সাউথ আফ্রিকার কোমর ভেঙে দেয়। এদিকে শেষ ওভারের প্রথম বলে সূর্যকুমারের অনবদ্য ক্যাচের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। 20 ওভারের ম্যাচে 7 রানে ফাইনালে পরাজয় স্বীকার করে মার্করামের দল। 2007 সালে ধোনির ট্রফি জয়ের পর 17 বছর কাটিয়ে রোহিত শর্মা ভারতের মুখ উজ্বল করে দেশে ট্রফি নিয়ে এলেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর এই ম্যচ শেষে বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজেদের T20 ক্রিকেট থেকে অবসরের কথাও জানিয়ে দেন। বিরাট বলেন যে, ভারতের হয়ে খেলা এটাই তাঁর শেষ বিশ্বকাপ। অন্যদিকে রোহিতও একই পথে হেঁটে ক্রিকেটের সবথেকে ছোটো ফরম্যাট থেকে অবসরের কথা জানান।

---Advertisement---